ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে Copied from: https://rtvonline.com/

 ঢাকায় আজ যেসব কর্মসূচি 



প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

বুধবার (২৬ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।


পরিকল্পনা উপদেষ্টা

সকাল ৯টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ -এর উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।


সিইসি

সকাল ১০টায় ঢাকায় বিজিবির নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।


শারমিন মুরশিদ

সকাল ১০টায় জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি উপলক্ষে মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) এমজেএফ আয়োজিত জাতীয় সংলাপে প্রধান অতিথি হিসেবে থাকবেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ। আলোচকদের মধ্যে রয়েছেন, সেলিম জাহান, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। 

এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনের হেড অব কোঅপারেশন মি. স্টিফেন ওয়েভার, সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এবং ডেভেলপমেন্ট কোঅপারেশন প্রধান মিস. ইভা স্মেডবার্গ; ইউএন উইমেন, বাংলাদেশ - এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস. গীতাঞ্জলি সিং; ব্রিটিশ হাইকমিশন ঢাকার ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মি. মার্টিন।


বিএনপি

বেলা ১১টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউট হলে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেলা ১১টায় নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


বিকেল ৩টায় পূরবী সিনেমা হলের উল্টোপাশে বিএনপি এবং ঢাকা-১৬ আসনের প্রার্থী আমিনুল হকের সমর্থনে মহানগর স্বেচ্ছাসেবক দলের গণমিছিল বের হবে।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা

দুপুর পৌনে ১২টার দিকে সচিবালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) প্রেস ব্রিফ করবেন।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post