বিদেশি প্রতিষ্ঠানকে বন্দর ইজারার প্রতিবাদে আজ চট্টগ্রামে অবরোধ

 

বিদেশি প্রতিষ্ঠানকে বন্দর ইজারার প্রতিবাদে আজ চট্টগ্রামে অবরোধ



চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে আজ বুধবার (২৬ নভেম্বর) বন্দর এলাকায় অবরোধ কর্মসূচি পালন করবে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নামে দুটি সংগঠন। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা এ অবরোধ চলবে।

এর আগে গতকাল (মঙ্গলবার) স্কপ নেতৃবৃন্দের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বৈঠক হলেও এ বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক ইফতেখার কামালের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্কপের পূর্বঘোষিত এই অবরোধ কর্মসূচি মাইলের মাথা (সী মেন্স হোস্টেল), টোল রোডের টোলপ্লাজা গেট এবং বড় পুল এলাকায় একযোগে পালিত হবে।

স্কপ নেতারা বলেন, লালদিয়ার চর ও পানগাঁও ইজারা দেওয়ার দিন বিডার প্রধান নির্বাহী আশিক চৌধুরী জানিয়েছিলেন, ‘এনসিটি চুক্তি সাত দিনের মধ্যে হবে’। তাদের মতে, এই বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


তারা আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কৌশলগত চুক্তি করার নৈতিক বা আইনি অধিকার নেই।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post